Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

2.4 নাগরিক সেবার তথ্য সারণী

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নামপদবীফোন নম্বর ও ই-মেইল নম্বর)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

নামজারী ও জমাভাগ

  • আবেদন প্রাপ্তির পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট তদন্ত ও প্রস্তাবের জন্য প্রেরণ করা হয়।
  • প্রস্তাব প্রাপ্তির পর শুনানীর জন্য পক্ষগণকে নোটিশ করা হয়।
  • সার্ভেয়ার/কানুনগোর মতামত নেয়া হয়
  • শুনানীয়ান্তে নামজারী ও জমাভাগ মঞ্জুর/না-মঞ্জুর করা হয়।
  • বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১০(দশ) কার্যদিবসের মধ্যে নামজারি জমাভাগ নিস্পত্তি করা হয়।
  • প্রবাসীদের জন্য ০৯(নয়) কার্যদিবসের মধ্যে নামজারি জমাভাগ নিস্পত্তি করা হয়।

ক। ওয়ারিশ ক্ষেত্রে নামজারী হলে

১।  www.mutation.land.gov.bd GB wVKvbvq AbjvB‡b Av‡e`b Ki‡Z n‡e|

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।

৩। সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪। সর্বশেষ রেকর্ডের সার্টিফাইড কপি।

৫। ওয়ারিশ সনদ/বন্টন নামা দলিল।

খ। ক্রয় সূত্রে নামজারী হলে

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।

৩। সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪। সর্বশেষ রেকর্ডের সার্টিফাইড কপি।

৫। দলিল, ভায়া দলিলের কপি (সর্বশেষ নামজারী থাকলে ভায়া দলিলের প্রয়োজন নাই)।

গ। আদালতের ডিক্রির প্রেক্ষিতে নামজারী হলে

 ১। নির্ধারিত আবেদন ফরম।

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।

৩। সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪। দেওয়ানী আদালতের আরজি  এবং রায়ের কপি।

৫। তবে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট কোন জমি ব্যক্তি মালিকানায় রায় হলে উক্ত জমি নামজারীর পূর্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

১। কোট ফি=২০/-টাকা

২। রেকর্ড সংশোধন ফি=১০০০/- টাকা

৩। খতিয়ান ফি=১০০/- টাকা

৪। প্রসেস ফি=৫০/-টাকা

সর্বমোট=১১৭০/- টাকা।


২৮

কার্য দিবস

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com





ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল নম্বর)

রিভিউ মোকদ্দমা

  • আবেদন প্রাপ্তির পর আবেদন যাচাই-বাছাই করে পক্ষগণকে শুনানীর জন্য নোটিশ করা হয়।
  •  শুনানীয়ান্তে মোকদ্দমা নিস্পত্তি করা হয়

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।

৩। আবেদনের আলোকে প্রয়োজনীয় কাগজপত্র।

প্রযোজ্য নয়

০১ হতে ০৩ মাস বা মোকদ্দমাভেদে প্রযোজনীয় সময়

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com

বিবিধ মোকদ্দমা

  • আবেদন প্রাপ্তির পর আবেদন যাচাই-বাছাই করে পক্ষগণকে শুনানীর জন্য নোটিশ করা হয়।
  • শুনানীয়ান্তে মোকদ্দমা নিস্পত্তি করা হয়

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।

৩। আবেদনের আলোকে প্রয়োজনীয় কাগজপত্র।

প্রযোজ্য নয়

০১ হতে ০৩ মাস বা মোকদ্দমাভেদে প্রযোজনীয় সময়

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com

কৃষি খাস জমি বন্দোবস্ত

  • আবেদন প্রাপ্তির পর উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।
  •  জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনের পর ডিসিআর এর ম্যাধমে ১/- সেলামী আদায়পূর্বক কবুলিয়ত রেজিস্ট্রি করে দেয়া হয়।

১। নির্ধারিত আবেদন ফরম।

২। সদ্য তোলা দুই কপি স্বামী-স্ত্রীর যোথৗ ছবি

৩। ইউপি চেয়ারম্যান কর্তৃক ভূমহীন সনদপত্র।

১/- টাকা সেলামী

১ মাস ৫ দিন

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com

অ-কৃষি খাস জমি বন্দোবস্ত

  • আবেদন প্রাপ্তির পর সরেজমিনে তদমত্ম, জমির মূল্য নির্ধারণ করে যথাযথ কর্তৃক মাধ্যমে অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
  • অনুমোদনের পর মূল্য আদায়পূর্বক দলিল রেজিস্ট্রি করে দেয়া হয়।

১। ২০/- টাকা মূল্যের কোর্ট ফিসহ আবেদন।

২। অকৃষি খাসজমি বন্দোবস্থ নীতিমালা ১৯৯৫ এর শর্তানুসারে প্রয়োজনীয় কাগজপত্র।


আবেদিত জমির জন্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্য

১ মাস হতে

১ বছর

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com

হাট-বাজারের শপ-লাইন্সেস নবায়ন

  • আবেদন প্রাপ্তির পর  নির্ধারিত ফি আদায় সাপেক্ষে শপ-লাইন্সেস নবায়ন করা হয়।

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।


নির্ধারিত নবায়ন ফি।

০৩(তিন) দিন

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com











জলমহাল ইজারা

  • সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা, ২০০৯ অনুযায়ী উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে ইজারা প্রদান করা হয়।

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ইজরা বিজ্ঞপ্তির আলোকে প্রয়োজনীয় কাগজপত্র।


ডাকমূল্যসহ অতিরিক্ত ১৫% ভ্যাট ও ৫% আয়কর।

নীতিমালায় নির্ধারিত সময়

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com

অর্পিত সম্পত্তির লীজ নবায়ন

  • আবেদন প্রাপ্তির পর  নির্ধারিত ফি আদায় সাপেক্ষে লীজ নবায়ন করা হয়।

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।


সর্বশেষ পরিপত্র অনুযায়ী শ্রেণিভিত্তিক নির্ধারিত হারে

১ হতে ১০ দিন

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com

আদেশের নকল প্রদান

  • আবেদন প্রাপ্তির পর সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে আদেশের নকল প্রদান করা হয়

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।


প্রযোজ্য নয়

১ হতে ৩ দিন

সহকারী কমিশনার(ভূমি),

 বাসাইল, টাঙ্গাইল।

ফোনঃ০২৯৯৭৭৫৫৪০৪

aclandbasail@gmail.com