ক। ওয়ারিশ ক্ষেত্রে নামজারী হলে
১। www.mutation.land.gov.bd GB wVKvbvq AbjvB‡b Av‡e`b Ki‡Z n‡e|
২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।
৩। সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। সর্বশেষ রেকর্ডের সার্টিফাইড কপি।
৫। ওয়ারিশ সনদ/বন্টন নামা দলিল।
খ। ক্রয় সূত্রে নামজারী হলে
১। নির্ধারিত আবেদন ফরম।
২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।
৩। সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। সর্বশেষ রেকর্ডের সার্টিফাইড কপি।
৫। দলিল, ভায়া দলিলের কপি (সর্বশেষ নামজারী থাকলে ভায়া দলিলের প্রয়োজন নাই)।
গ। আদালতের ডিক্রির প্রেক্ষিতে নামজারী হলে
১। নির্ধারিত আবেদন ফরম।
২। ২০/- টাকা মূল্যের কোর্ট ফি।
৩। সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। দেওয়ানী আদালতের আরজি এবং রায়ের কপি।
৫। তবে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট কোন জমি ব্যক্তি মালিকানায় রায় হলে উক্ত জমি নামজারীর পূর্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
|